#সিলেট বিভাগ

সংঘর্ষে নিহত পল্লী চিকিৎসক নিজাম উদ্দিনের দাফন সম্পন্ন।

সিলেট প্রতিনিধি :
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত পল্লী চিকিৎসক নিজাম উদ্দিনের (৪০) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) বাদ যোহর সাহেবের বাজার ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজাম উদ্দিনকে ঘোড়ামারা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলাযার হোসেন, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও এলাকা প্রায় হাজার খানেক মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার সিলেট সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন ঘোড়ামারা গ্রামের মরহুম বশির উদ্দিনের ছেলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *