দোয়ারাবাজারে ভারতীয় মদসহ আটক ১জন।
সিলেট প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আব্দুস সামাদকে (৩৫) আটক করেছে পুলিশ। আব্দুস সামাদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এস আই মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ভারতীয় ২৩ বোতল এমসি দোওয়েল’স নং- ১ এবং ২৭ বোতল অফিসার্স চয়জ মদসহ আব্দুস সামাদকে আটক করা হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ও পলাতক ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।





