#আন্তর্জাতিক

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ২০ জনের মৃত্যু।

দক্ষিণ ইকুয়েডরে রোববার ভোরে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২০ জন মারা গেছে। প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, দক্ষিণ আমেরিকার দেশটির কারাগারে মারাত্মক সহিংসতার সর্বশেষ উদাহরণ। খবর এএফপি ও ফ্রান্স ২৪ এর।

প্রেসিডেন্ট গুইলারমো লাসোর প্রেস অফিস বলেছে, “এখানে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যাদের কুয়েনকার ফরেনসিক সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।

” স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, কুয়েঙ্কার এল তুরি কারাগারে সংঘর্ষে বন্দীদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ইকুয়েডর সাম্প্রতিক বছরগুলিতে কারাগারের সহিংসতা (বিশেষত গ্যাং সম্পর্কিত) নিয়ন্ত্রণে সংগ্রাম করেছে। ২০২১ সালে দাঙ্গায় সেখানে ৩২০ জন বন্দী নিহত হয়। ক্যারিলো সাংবাদিকদের বলেন, ৮০০ পুলিশ এবং ২০০ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করার পরে দাঙ্গা “নিয়ন্ত্রনে” আনা হয়েছিল।

ক্যারিলো আরো বলেন,”সংঘর্ষ বন্ধ হয়েছে তকে ভিতরে সশস্ত্র বন্দী রয়েছে। ” তিনি বলেন, প্রতিটি ব্লককে একে একে খালি করা হচ্ছে যাতে করে অস্ত্র বাজেয়াপ্ত করা যায়। কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা বিভাগে সকাল ১ টা ৩০ মিানটে গ্রিনিজ মান সময় ০৬৩০ টায় গোলোযোগ শুরু হয়।

তথ্যসূত্র : বিডি প্রতিদিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *