#বিশেষ সমাচার

খোশ আমদেদ মাহে রমাদান !

আজ থেকে যুক্তরাজ্য, ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের সূচনা হলো ।

গতকাল সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ও ওমানের সুলতানের দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে রমজান মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পরই রমজানের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছিলো। ইউরোপসহ মধ্যপ্রাচ্যে শনিবার থেকে রোজা শুরু হলেও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইসহ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন রমজান মাস পালন করা শুরু করবেন একদিন পর, রোববার থেকে।

ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *