#বিনোদন

অস্কার মঞ্চে চড় মারলেন উইল স্মিথ !

অস্কারের পুরস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে সোজাসুজি মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মারেন উইল স্মিথ! এতে স্তব্ধ হয়ে যায় কোটি কোটি দর্শক। এ ঘটনার নিন্দা করেছে অস্কার ফিল্ম একাডেমি। অস্কার পুরস্কারের উদ্যোক্তা এ প্রতিষ্ঠান ঘটনাটির একটি আনুষ্ঠানিক পর্যালোচনাও শুরু করার কথা জানিয়েছে।

অস্কার ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন এবং একাডেমির অনুসৃত মানদণ্ড অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ও করণীয় খুঁজে দেখা হবে।

এদিকে, ঘটনার পর দর্শকসারিতে নিজের আসনে গিয়ে স্মিথ চিৎকার করে বলেন, ‘আমার স্ত্রীর নাম মুখে নেবে না। ’ ওই ঘটনার সঙ্গে সঙ্গে অস্কারের অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। যদিও অপ্রত্যাশিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ক্রিস রক।
উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের চুলের স্টাইল নিয়ে মজা করেছিলেন ক্রিস।

তাকে চড় দেওয়ার জন্য পরে ক্ষমাও চেয়েছেন উইল স্মিথ। এ বছর ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। ছবিতে টেনিস কিংবদন্তি ভেনাস ও সেরেনা উইলিয়ামের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার নিতে গিয়ে অস্কারের মঞ্চে উইল স্মিথ বলেন, ‌‘আমি অ্যাকাডেমির কাছে ক্ষমা চাইছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *