#আন্তর্জাতিক

কর্ণাটকে হিজাব পরে পরীক্ষার হলে ঢুকা নিষেধ।

ভারতের কর্ণাটকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় হিজাব পরা কোনো শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন দক্ষিণ ভারতের রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ।

সোমবার শুরু হওয়া এই বোর্ড পরীক্ষা শেষ হবে ১১ এপ্রিল। রাজ্যটিতে ৮ লাখ ৭৬ হাজারেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস

শিক্ষামন্ত্রী বিসি নাগেশ সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশ অনুযায়ী, আমরা এটির (হিজাব) অনুমতি দিতে পারি না। আমরা স্পষ্ট করে বলেছি যে, শিক্ষার্থীরা হিজাব পরে ক্যাম্পাসে আসতে পারে, তবে তারা ক্লাসরুমে এটি পরতে পারবে না। পরীক্ষার সময়েও একই শর্ত বহাল থাকবে।’

সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের এক রায়ে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত এলে সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় একদল শিক্ষার্থী।

মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যারা কলেজে পড়তে চান তাদের ইউনিফর্ম ড্রেস কোড মেনে চলতে হবে। তাছাড়া, কর্ণাটকের শিক্ষা আইন এবং বিধি অনুসারে, পোশাক ধর্মীয় অনুভূতির অংশ হওয়া উচিত নয়। তাই ড্রেস কোড লঙ্ঘনের সুযোগ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *