রাশিয়া বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার বরিস জনসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সবচেয়ে সক্রিয় ‘রাশিয়া বিরোধী’ বিশ্বনেতা আখ্যা দিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করে রাশিয়া বলেছে, মস্কোর প্রতি লন্ডনের আচরণ দেশটির প্রতি রাশিয়ার ‘বিদেশ নীতিকে অচলাবস্থার’ দিকে নিয়ে যাবে।
রাশিয়ার বার্তা সংস্থাকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া বিরোধিতার দৌড়ে আমরা সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বরিস জনসনকে দেখছি।
দিমিত্রি পেসকভ বলেন, তার এই ভূমিকা বৈদেশিক নীতিকে অচলাবস্থার দিকে নিয়ে যাবে।





