#দেশের খবর

আরো ৫৭ লাখ নিম্ন আয়ের মানুষ পেয়েছে টিসিবির কার্ড।

প্রান্তিক পর্যায়ের আরো ৫৭ লাখ নিম্ন আয়ের মানুষ ফ্যামিলি কার্ড পেয়েছে, যারা রোজায় এটি দিয়ে কিনতে পারবে কম দামের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য। আজ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে এক কোটি পরিবারের কাছে কম দামে পণ্য বিক্রি করবে টিসিবি।

উপকারভোগী পরিবারের মধ্যে প্রতি লিটার ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল দেয়া হবে। এছাড়া দুই কেজি করে ছোলা পাবে ৫০ টাকা দরে।

এ তালিকা করা হয়েছে করোনা মহামারীকালীন নগদ সহায়তা পাওয়া ৩০ লাখ পরিবারের সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যার দরিদ্রতার সূচক, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জেলা, উপজেলা, ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে। তবে ঢাকা ও বরিশাল নগরীতে কার্ড দেয়া যায়নি।

শুক্রবার বিকালে রাজধানীর টিসিবি ভবনে রমজান উপলক্ষে নিম্ন আয়ের ‘এক কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি করতে এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতিও শেষ হয়েছে।

সংবাদ সম্মেলনে বাণিজমন্ত্রী টিপু মুনশি এরই মধ্যে সারা দেশে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের মাধ্যমে ৫৭ লাখ ১০ হাজার উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রি করতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে বলে জানান।

করোনাকালীন ৩০ লাখ পরিবারের নগদ সহায়তার ডাটাবেজের সঙ্গে এ ৫৭ লাখ ১০ হাজার উপকারভোগী পরিবার নতুন যোগ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন, উপজেলা, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতাদের নিয়ে এ তালিকা করা হয়েছে। এটা বলা যায়, ৮৭ লাখ পরিবার গ্যারান্টেড পাবেই। যারা দারিদ্র্যসীমার নিচে আছে তারা সবাই পাবে। এক কোটি কার্ড মানে এতে অন্তত প্রতি পরিবারে পাঁচজন করে যোগ করলে পাঁচ কোটি মানুষ প্রত্যক্ষভাবে এ সুযোগ পাবে।

সংবাদ সম্মেলনে সরকারি বিপণন সংস্থা টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান জানান, রমজানের আগে ও রমজানের মধ্যে দুই দফা এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে কার্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত রোজার আগে প্রথম পর্বে সয়াবিন তেল ও চিনি, মসুর ডাল বিক্রি করা হবে। আগামী ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্বে ওই তিন পণ্যের পাশাপাশি ছোলাও বিক্রি করা হবে। এছাড়া ঢাকায় এসব পণ্যের সঙ্গে খেজুরও বিক্রি করা হবে।

তথ্যসূত্র : বণিক বার্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *