#যুক্তরাজ্য

স্কটল্যান্ডে ভায়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬

স্কটল্যান্ডের স্টোনহেভেনে ভায়াবহ এক ট্রেন দূর্ঘটনায় ৩ যাত্রী নিহত ও আহত হয়েছেন ৬ জন। বিবিসি জানিয়েছে, রেললাইন থেকে যাএীবাহী ট্রেন লাইন চ্যুত হয়ে পড়লে এই ভায়াবহ দূর্ঘটনায় ঘটে।

বুধবার স্কটল্যান্ডের আবারডিনশ্যায়ারে ঘটে যাওয়া এই দূর্ঘটনায় উদ্বার কাজের জন্য ৩০টি জরুরী সাহায্য সেবা প্রদানকারাী গাড়িসহ বেশকিছু এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি উদ্বার কাজে নিয়োজিত ছিল।

গত কয়েকদিন স্কটল্যান্ডে ভারী বর্ষন ও বজ্রপাতের কারনে হওয়া ভূমিধ্বসকে এই মর্মান্তিক রেল দূর্ঘনার কারন হিসেবে মনে করা হচ্ছে। দূর্ঘটনার শিকার স্কট রেল সার্ভিস ভোর ৬টা ৩৮মি আবারডিন থেকে গ্লাসগো কুইন স্ট্রিটের দিকে যাচ্ছিল।

ব্রিটিশ ট্রান্সর্পোট পুলিশ জানিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করে উদ্বার কর্ম চালানো হলেও ঘটনাস্থলে তিন জন প্রাণ হারিয়েছেন।

স্কটিশ ফাস্ট মিনিষ্টার নিকোলা স্টারজন বলেছেন, দূর্ঘটনার স্থানটি খুব দূর্গম হওয়ায় জরুরী ভিত্তিতে সাহায্য পৌছানো কঠিন।তিনি দূর্ঘটনা শিকার ট্রেনটিতে আটকে পড়া যাএীদের আত্নীয় স্বজনকে উদ্বিগ্ন না হওয়ার আহবান জানান। পাশাপাশি আটকে পড়া যাএীদের উদ্বার ও সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন তিনি।

অন্যদিকে ভয়াবহ এই দূর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *