#আন্তর্জাতিক

দলের স্বার্থে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত : সোনিয়া গান্ধী।

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশসহ চারটি রাজ্যেই বিজেপির দাপটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। নির্বাচনের ফলাফল নিয়ে গত রোববার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়।

এ বৈঠকের আগে গুঞ্জন ওঠে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করবেন। কংগ্রেস মুখপাত্র অবশ্য এ খবরকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছিলেন। গত রোববার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যে বৈঠক হয়েছে এটি প্রায় ৪ ঘণ্টা ধরে চলে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সোনিয়া গান্ধীই দলের সভাপতির দায়িত্বে থাকবেন এবং দলের কোনো সদস্য পদত্যাগ করবেন না। বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে সোনিয়া গান্ধী বলেন যে কিছু লোক মনে করে যে বিধানসভা নির্বাচনে দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য গান্ধী পরিবার দায়ী এবং যদি তাই হয় তবে সংগঠনের সাফল্য নিশ্চিত করতে তারা যেকোনো ত্যাগ করতে প্রস্তুত। তবে বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই সোনিয়ারই সভাপতি পদে থাকার মত দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *