#আন্তর্জাতিক

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৩৫ ।

লভিভের কাছে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার রকেট হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের জরুরি বিভাগের কর্মীরা সংবাদমাধ্যকে নিহতের এ সংখ্যা জানিয়েছেন। এর আগে গত রোববার ভোরে এ ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৫৭ জন আহতের কথা জানান লভিভ অঞ্চলের গবর্নর মাকসিম কোজিটস্কি। পরে ঘটনাস্থল থেকে দ্য গার্ডিয়ানের লুক হার্ডিং জানান, ইতোমধ্যেই নিহতের সংখ্যা আরও বেড়েছে। গতকাল রোববার লভিভের আঞ্চলিক প্রশাসন এ তথ্য জানায়। ভোরের এ ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কি ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিমান থেকে ছোঁড়া ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।

এর আগের খবরে বলা হয়, স্থানীয় সময় গত রোববার ভোর ৫টা ৪৫ মিনিটে পোলিশ সীমান্ত সংলগ্ন ইউক্রেনের ওই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। জরুরি বিভাগের কর্মী স্টেপান চুমা দ্য গার্ডিয়ানকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্সকে ঘাঁটির দিক থেকে গাড়ি চালিয়ে যেতে দেখা গেছে। এর আগে লভিভ শহরের আঞ্চলিক সামরিক প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে, আটটি মিসাইল ছুঁড়েছে রুশ বাহিনী।’

একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, তারা পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। ‘সর্বাত্মক হামলা’ তৃতীয় সপ্তাহে গড়ানোর পর ইউক্রেইনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণের মাত্রা আরও তীব্রতর হতে দেখা যাচ্ছে। গত শনিবার একাধিক শহরে রুশ বাহিনী তাদের ধ্বংস অভিযান জোরদার করেছে। একইদিন মস্কোর হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রও ইউক্রেইনকে সহায়তায় দেশটিতে আরও ২০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে।

তথ্যসূত্র : ইউরো নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *