#যুক্তরাজ্য

রাশিয়ার থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা ব্রিটেনের।

রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ব্রিটেন। রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের তেল আমদানি না করার সিদ্ধান্তের পর পরই ব্রিটেন এই ঘোষণা দেয়।

ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১৬টায় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এই মুহূর্তে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানিতে কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। এখনও সরকার বিষয়টি বিবেচনা করছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির পর সরকার নতুন সরবরাহ কৌশল প্রণয়নের কাজ করছে।

সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করবেন মঙ্গলবার।

তথ্যসূত্র: স্কাই নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *