#সিলেট বিভাগ

বিক্ষোভে ফেটে পড়েছেন দুবাই প্রবাসীরা

বাংলাদেশে বিমানের মারাত্মক টিকেট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়েছেন দুবাই প্রবাসীরা। বুধবার সিলেট বিমান অফিসে গিয়ে টিকিট বুকিং করতে না পেরে অফিসের সামনেই বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন প্রবাসীরা।

পরে পুলিশ এসে অবরোধ তুলে দিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় হাজারখানিক প্রবাসী অফিসের সামনে বিক্ষোভ করছিলেন।

বিভিন্ন সুত্র মতে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা ফ্লাইট খোলার পর থেকে টিকেট বুকিং দিতে সিলেটের মজুমদারিতে অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসে ভিড় জমাতে থাকেন।

সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় হাজারো প্রবাসী টিকিট কনফার্ম করতে বিমান অফিসে যান। কিন্তু আগামী ৩০ তারিখ পর্যন্ত দুবাইগামী বাংলাদেশ বিমানে কোনো আসন খালি নেই। এ খবর পেয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং সকাল সাড়ে ১১টার দিকে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন।ঘণ্টাখানেক পর এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ এসে অবরোধ তুলে দিলেও তারা বিমান অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

এ বিষয়ে সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, বাংলাদেশে বিমানের টিকেট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই আসন খালি নেই। তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখে দিচ্ছি, যখনই টিকেট অবমুক্ত হবে আমরা তাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিবো।

তিনি আরো বলেন, সম্মানিত যাত্রীদেরকে পরিস্থিতি বুঝিয়ে বলা হচ্ছে এবং এ বিষয়ে আমরা সর্বক্ষণই কাজ করে যাচ্ছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *