#দেশের খবর

বান্দরবানে গুলিবিদ্ধ চারজনের লাশ উদ্ধার।

বান্দরবানে অজ্ঞাতপরিচয় চার ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার মংবাইতংপাড়া ও রুমা উপজেলার কাননপাড়ার মাঝামাঝি সাঙ্গু নদের পারে চার ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সকালে স্থানীয়রা এসব মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

গতকাল বেলা সাড়ে ১১টায় এ বিষয়ে জেলা পুলিশ সুপার জেরিন আক্তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, নিহত চারজনের মধ্যে তিনজন শরীরে কমরেড পোশাক ও অন্যজন কালচে পোশাক পরা ছিলেন। ধারণা করা হচ্ছে, কালচে পোশাক পরা ব্যক্তিটি ওই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। এর আগে শনিবার বেলা ১১টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম নোয়াপাড়ায় একদল সশস্ত্র দুর্বৃত্ত জেএসএস নেতা উনুমং মারমাকে গুলি করে হত্যা করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তুলে নিয়ে যায় ওই দলটি। এর কয়েক ঘণ্টা পর মংবাইতং ও কাননপাড়ার মাঝামাঝি গোলাগুলির শব্দ পায় এলাকাবাসী। গতকাল সকালে এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে চার ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহতরা মারমা লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *