#সিলেট বিভাগ

নবীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকান্ড।

সিলেট প্রতিনিধি :
নবীগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে শহরের ওসমানী রোডস্থ একটি লেপ তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে রক্ষাপায় আশপাশের দোকানপাট ও বাসাবাড়ি।

স্থানীয় সুত্রে জানা যায়, শহরের প্রাণকেন্দ্র ওসমানী রোডস্থ মরহুম আব্দুস সত্তার মার্কেটের পিছনে গোলাম মিয়ার লেপ- তোষকের দোকানের তুলা ধুনার মেশিন থেকে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মার্কেটের অন্যান্য দোকান গুলোর মালামাল দ্রুত সরানোর চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে প্রাণপন চেষ্টা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর একটি টিম ছুটে আগুন নিয়ন্ত্রন করলেও এ ঘটনায় প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র ছাবির আহমেদ,চৌধুরী, কাউন্সিলর আঃ ছুবানসহ থানা পুলিশ। উল্লেখ্য, লেপ এর দোকান থেকে ইতিপুর্বে উক্ত মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২য় বারের মতো আবার আগুনের ঘটনা সংঘটিত হলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *