আজ থেকে সিলেটে গণ টিকাদান শুরু।
সিলেট প্রতিনিধি:
শনিবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সিলেটে করোনা প্রতিরোধে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে । নগরীর তেলিহাওরস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় গণ টিকাদান কর্মসূচিকে সফল করে তোলার জন্যে সবার প্রতি আহবান জানিয়েছেন। তিনি ১৮ বছরের উর্ধ্বের পুরুষ অথবা মহিলা যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে ভ্যাকসিন গ্রহণের আহবান জানিয়েছেন।
সিসিকের ২৭টি ওয়ার্ডের ৯৬টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে শুরু হয়েছে টিকাদান। বিকেল ৩ টা পর্যন্ত এ কার্যক্রম বিরামহীনভাবে চলবে।





