#সিলেট বিভাগ

সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা: সি এম নূর আহমদের ইন্তেকাল।

সিলেট প্রতিনিধি :
সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা: সি এম নূর আহমদ আর নেই। মঙ্গলবার বেলা দেড়টায় নগরীর হাউজিং এস্টেটস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

গতকাল মঙ্গলবার বাদ এশা হযরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দরগাহ গোরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, বিশিষ্ট এ চিকিৎসক গত ২/৩ দিন ধরে অসুস্থতা অনুভব করছিলেন। তাকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিল। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি বাসায়ই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ডা: সি এম নূর আহমদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জের ভাদেশ্বরে। নগরীর হাউজিং এস্টেটে (বাসা নং-১২২) তিনি সপরিবারে বসবাস করতেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডা: নূর আহমদ সিলেটের প্রখ্যাত চিকিৎসক ডা: এম এ খালিক-এর জুনিয়র হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নগরীর দরগাগেইটে ছিল তার চেম্বার। ‘রোগী বান্ধব’ চিকিৎসক হিসেবে তার পরিচিতি ছিল। সিলেটের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের তার চেম্বারে যাতায়াত ছিল নিয়মিত।

তাঁর স্ত্রী ডা: মনসুরা বেগম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর একমাত্র পুত্র রিজভী পেশায় আর্কিটেকচার। দুই কন্যা ডা: রিফাত ও ডা: নুসরাত। করোনায় মৃত্যুবরণকারী দেশের প্রথম চিকিৎসক ডা: মো: মঈন উদ্দিন ছিলেন তার জামাতা। তার অপর জামাতা ডা: তানভির মুহিত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *