গ্রেটার ম্যানচেস্টারে হলুদ সতর্কবস্থা জারি।
গত কয়েকদিন ধরে ঝড় ইউনিসের তান্ডব দেখছে যুক্তরাজ্যবাসি। প্রচন্ড হাওয়ার গতি বেগের পাশাপাশি বৃষ্টি ও উপকূলীয় এলাকায় দানবাকৃতির ঢেউয়ের প্রভাবে
বিপন্ন প্রায় জন জীবন। লন্ডনে ঝড়ের প্রকোপে ভেঙে পড়া বিশাল গাছের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক দম্পতি। এছাড়া অসংখ্য বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে হাওয়ার তোড়ে। রাস্তা ঘাট, রেলপথ সহ বিঘ্নিত হয়েছে আকাশ পথে যোগাযোগ।
গত বুধবার থেকে গ্রেটার ম্যানচেস্টারও রেহাই পায়নি ইউনিসের কবল থেকে। মেট্রোপলিটন আবহাওয়া দপ্তর গত সপ্তাহে ‘এম্বার’ সতর্কাবস্থা জারি করেছিল পুরো রিজনে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর হতে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। প্রাণহানি না ঘটলেও, সমস্ত রিজনে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
গতকাল থেকে ঝড়ের প্রকোপ কিছুটা কমে আসলেও, এখনো পুরোপুরি শঙ্কামুক্ত হওয়া যায়নি। মেট্রোপলিটন আবহাওয়া দপ্তর সতর্কবস্থা এম্বার থেকে ইয়ালোতে নামিয়ে এনেছে। পাশাপাশি সকল অধিবাসীদের সতর্কাবস্থা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। যোগাযোগ ব্যবস্থা এখনো অনিয়মিত থাকতে পারে সাবধান করে দিয়ে, ভ্রমণের পূর্বে ভালো করে জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।





