#দেশের খবর

নিবন্ধন ছাড়া করোনার টিকা দেওয়া শুরু।

রাজধানীতে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া শুরু হয়েছে। এই টিকা দান কর্মসূচি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে যারা নিবন্ধন ছাড়া টিকা নিচ্ছেন তারা কোন সার্টিফিকেট পাবেন না বলে জানা গেছে। এর কারণ এসব টিকাতে ডকুমেন্ট থাকছে না। সুতরাং যারা টিকা নিচ্ছেন তারা নিবন্ধন করে নিলে উপকৃত হবেন।

গতকাল ঢাকার মগবাজারের একটি টিকাদান কেন্দ্রের কর্মকর্তার সঙ্গে আলাপ করে এতথ্য জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবন্ধন ছাড়াই করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার ঢামেক হাসপাতালের ভ্যাকসিন সেন্টারে এই টিকা কার্যক্রম শুরু হয়। চলবে চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যাত্রাবাড়ী থেকে নিবন্ধন ছাড়া টিকা নিতে আসা সুরভি বেগম বলেন, আমি এর আগে করোনার কোনো টিকা নেইনি। তাই জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্রথমবার টিকা নিলাম।

ডেমরা থেকে নিবন্ধন ছাড়া টিকা নিতে আসা আবু ইউসুফ বলেন, আমার এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি। জন্মনিবন্ধন দেখিয়ে করোনার টিকা নিতে এসেছি।
ঢামেক হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের ফোকাল পার্সন ডা. মো. ওয়াহিদুর রহমান বলেন, আমরা গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন ছাড়াই করোনার প্রথম ডোজ দেওয়ার জন্য চিঠি পেয়েছি। তাই আমরা নিবন্ধন ছাড়াই টিকা কার্যক্রম শুরু করেছি। যাদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন আছে তাদের টিকা দেওয়া হচ্ছে।

যাদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন নিবন্ধন নেই তাদের মোবাইল নম্বর দিয়েই টিকা দিয়ে দিচ্ছি। যারা নিবন্ধন ছাড়াই টিকা নিচ্ছেন তাদের আমরা সিনোভ্যাক টিকা প্রথম ডোজ দিচ্ছি। এই কার্যক্রম চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনি আরও বলেন, যারা এখনো করোনা টিকার প্রথম ডোজ নেননি তারা দ্রুত এসে টিকা নিয়ে নিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *