#দেশের খবর

২৬ ফেব্রুয়ারির পর টিকার প্রথম ডোজ আর দেয়া হবে না।

করোনা ভাইরাস প্রতিরোধে যারা এখনও টিকা নেননি তাদের জন্য আর ১১ দিন সময় বেঁধে দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।এর আগেই যারা এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নেননি তাদের টিকা নিতে আহ্বান জানানো হয়েছে। অধিদপ্তরের ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার একটি ভিডিও বার্তার মধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম এ আহহ্বান জানান। তিনি বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে। এরপর করোনার টিকার প্রথম ডোজ আর দেয়া হবে না।’

ওই দিনের পর থেকে স্বাস্থ্য অধিদপ্তর করোনার দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকবে বলে জানান তিনি। বাংলাদেশে করোনার গণটিকার প্রয়োগ শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে। শুরুতে কেবল ভারতের সিরাম ইনস্টিটিউটের ওপর ভরসা করলেও সেখান থেকে টিকা প্রাপ্তিতে অনিশ্চয়তার কারণে অন্য উৎসের সন্ধান করে বাংলাদেশ। চীন থেকে কেনা হয় টিকা। পাশাপাশি বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে টিকা বিতরণে গড়ে তোলা জোট কোভ্যাক্স থেকে লাখ লাখ টিকা আসতে থাকে।

টিকা প্রয়োগে গতি আসার পর এক বছরে ১৭ কোটি টিকা দেয়া হয়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ে মৃত্যু তুলনামূলক কম থাকার পেছনে টিকার ভূমিকাকেও বড় করে দেখা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এক সমীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ও মারা গেছেন তাদের একটি বড় অংশ টিকা নেননি। যারা টিকা নিয়েছেন তাদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কম। তিনি সবাইকে করোনার টিকা নিতে আহ্বান জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধে টিকা দানের একটি বড় ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন করা হবে। এখানে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দেয়ার। যারা এখনও টিকা নেননি এই ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *