উত্তর কোরিয়াকে মোকাবেলায় তিন দেশের বৈঠক।
উত্তর কোরিয়ার দিকে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ত্রিপাক্ষিক নিরাপত্তা সমন্বয়কে এগিয়ে নিতে একজোট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের শীর্ষ কূটনীতিবিদরা। সম্প্রতি হাওয়াইয়ের হনুলুলুতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়। খবর কোরিয়া হেরাল্ড।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইউই-ইয়ং, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি সম্প্রতি হাওয়াইয়ের হনলুলুতে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি পেশ করেন তারা।
বিবৃতিতে বলা হয়, কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং স্থায়ী শান্তি নিশ্চিতে তিন রাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে। বৈঠকে এমন অঙ্গীকার করেছে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করে গত কয়েক সপ্তাহে নয়টি ব্যালিস্টিক মিসাইল উেক্ষপণ করে পিয়ংইয়ং। শুধু জানুয়ারি মাসেই দুটি ল্যান্ড-অ্যাটাক ক্রুজ মিসাইলসহ সাতটি পৃথক ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করে দেশটি। উত্তর কোরিয়ার এ আগ্রাসী তত্পরতার পরপরই উচ্চ পর্যায়ের এ সভাটি আয়োজিত হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, উত্তর কোরিয়াকে বেআইনি কর্মকাণ্ড বন্ধ করে সংলাপে বসার আহ্বান জানান এই তিন নেতা। পাশাপাশি দেশটির সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উেক্ষপণের নিন্দা জানান এবং এসব কর্মকাণ্ডের ফলে পরিবেশে অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।





