#সিলেট বিভাগ

শাবিতে আসছেন শিক্ষামন্ত্রী।

সিলেট প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শাবি ক্যাম্পাসে আসছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় শুক্রবার সকাল ৮টার দিকে রওনা হবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।’

এবিষয়ে, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুজিবর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর সহকারী ফোনে জানিয়েছেন কাল তারা সিলেট আসার প্ল্যান করছেন। তবে এখনও চূড়ান্ত শিডিউল পাইনি।’

অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র ইমু আনজুম মন্ত্রী সিলেট আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে শিক্ষামন্ত্রী সিলেট আসবেন। তিনি দুপুর সাড়ে বারোটা নাগাদ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *