#দেশের খবর

সেলিনা হোসেন বাংলা একাডেমির নতুন সভাপতি।

কথা সাহিত্যিক সেলিনা হোসেন বাংলা একাডেমির সভাপতি পদে যোগদান করেছেন। এ বছরের ৬ ফেব্রুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

সোমবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তার যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাগত বক্তব্য দেন।

বাংলা একাডেমির সভাপতি পদে সেলিনা হোসেনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন একাডেমির পরিচালক মোবারক হোসেন ও ড. জালাল আহমেদ, উপ-পরিচালক ড. সরকার আমিন, ড. তপন বাগচী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

সেলিনা হোসেনকে বাংলা একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন একাডেমির মহাপরিচালক, সচিব, পরিচালক, উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত ৩০ নভেম্বর শিক্ষাবিদ, গবেষক, অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে বাংলা একাডেমির সভাপতি পদ শূন্য হয়। সেলিনা হোসেন তার স্থলাভিষিক্ত হলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *