জীবন মৃত্যুর সন্ধিখনে ১১ বছরের কিশোরী
গতকাল দুপুরে রেডক্লিফ রোডে রাস্তা পার হবার সময় ১১ বছরের এক কিশোরী গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, কিশোরীটি তার বন্ধুকে সাথে নিয়ে রেডক্লিফ এলাকার রেডক্লিফ প্রধান সড়কটি পারাপারে সময় একটি নীল রঙের সুজুকি আল্টো তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ডাক্তারদের মতে, সে এখনো আশঙ্কা মুক্ত নয়।
পুলিশ এলাকাটা ঘিরে রেখেছে এবং আশে পাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ৩৫ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যে কিনা সদিচ্ছায় পুলিশের সাথে যোগাযোগ করে।





