#সিলেট বিভাগ

হবিগঞ্জের জিকে গউছসহ বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে।

সিলেট প্রতিনিধি :
পুলিশ এসল্ট মামলায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র জিকে গউছসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে । মঙ্গলাবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে দায়রা জজ এম এল বি মিজবাহ উদ্দিন আহমেদ তাদের জামিন আবেদন নাকচ করেন।

জি কে গউছ ছাড়াও জামিন নামঞ্জুরপ্রাপ্তরা হলেন-তুষার আহমেদ, আব্দুল আহাদ কাজল, সুমন মিয়া, তোফায়েল আহমেদ রাসেল, নজরুল ইসলাম নাঈম, মহিবুল ইসলাম শাহিন, জালাল আহমেদ, নাজমুল হক অনি, হাফিজুল ইসলাম, মাহবুবুল হক হেলাল, শাহ রাজিব আহমেদ রিংগন, গোলাম মাহবুব, টিপু আহমেদ, শফিকুল ইসলাম সেতু, মোতাব্বির মিয়া, মোঃ সুজন, আবু সুফিয়ান পারভেজ, বকুল মিয়া, শাহেদ আলী, আবুল হাসেম, এনামুল হক সেলিম, রুবেল আহমেদ চৌধরী, সাইদুর রহমান, আমিনুল ইসলাম ফয়সল, এমদাদুল হক ইমরান, আতাউর রহমান লিটন, শফিকুল ইসলাম রুহেল, হেলাল আহমেদ বাবু, রায়েস চৌধুরী, এম জি মোহিত, জহিরুল হক শরীফ, মোর্শেদ আলম সাজন, অলিউর মিয়া, আবিদুর রহমান রাকিব, আবদুল আহাদ তুষার, সৈয়দ মুশফিক, পারভেজ আহমেদ, মারুফ মিয়া ও মোঃ শাহনেওয়াজ।

গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা করানোর দাবিতে হবিগঞ্জে আয়োজিত সমাবেশেকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল হাসান বাদী হয়ে এ মামলা করেন।

এসময় কয়েকজন গুলিবিদ্ধ সহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হন। পুলিশ প্রায় ১৩শ’ রাউন্ড কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাশেম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জি কে গউসসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় সরকারি কর্তব্য কাজে বাধা, ইট-পাটকেল ও দেশি অস্ত্র ব্যবহার করে পুলিশকে আহত করা, পৌরসভা ও জেলা পরিষদ ভবনের দরজা-জানালার কাঁচ ভাংচুর, পুলিশের দুটি গাড়ি ভাংচুর, শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা প্রতিবদ্ধকতা সৃষ্টি, জিকে গউসের বসার সামনে বিনা অনুমতিতে রাস্তা বন্ধ করে মঞ্চ তৈরির অভিযোগ আনা হয়।

ঘটনার সময় দলের ৮ জন নেতাকর্মী গ্রেফতার হন। গত ৫ জানুয়ারি ৪০ জন নেতাকর্মী হাইকোর্টে জামিনের প্রার্থনা করেন। হাইকোর্ট তাদেরকে ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করে নির্ধারিত সময়ে হবিগঞ্জ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ নির্দেশ দেন। সে নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ৪০জন হাজির হয়ে জামিন চান। তাদের জামিনের বিরোধীতা করেন পিপি সিরাজুল হক চৌধুরী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *