#আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের আবারো হামলা।

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদিআরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শহরের বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হামলার পর ধ্বংসস্তৃপে পরিণত হয়েছে বেশকিছু ভবন।

হতাহতদের বের করে নেয়ার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। খবরে বলা হয়, ইয়েমেনের হুতিরা সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালালে তিনজন নিহত হন। এর জেরে হুতি নিয়ন্ত্রণে থাকা সানায় এই হামলা চালানো হয়। সৌদি জোট জানিয়েছে, গতকাল হামলার উদ্দেশ্যে হুতিদের পাঠানো আটটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব।

রয়টার্সের খবরে আরো বলা হয়, সানায় সাবেক সামরিক কর্মকর্তার বাড়িতে আঘাত হানা বিমান হামলায় সস্ত্রীক ওই সামরিক কর্মকর্তা, তার সন্তান ও পরিবারের সদস্যসহ অনেকে নিহত হয়েছেন। হুতিরা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার ইয়েমেনের রাজধানী সানার একটি আবাসিক এলাকায় নারী, শিশুসহ ১২জনের প্রাণহাটি ঘটেছে। আহত হয়েছেন ১১জন। এছাড়া ধ্বংস হয়েছে অন্তত ৫টি বাড়ি।

২০১৪ সালের শেষের দিকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা ও দক্ষিণাঞ্চল দখলে নিলে দেশটির প্রেসিডেন্ট আবদরাব্বু মনসুর হাদি পালিয়ে যান। তার সরকারকে পুনর্বহাল করতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সাল থেকে চেষ্টা চালিয়ে আসছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *