এনএইসএস এর সহযোগিতায় সামরিক সদস্য মোতায়েন।
ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সৃষ্ট বাড়তি চাপ মোকাবেলায় যুক্তরাজ্য সরকার হাসপাতালগুলিতে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে। লন্ডনের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। পরিস্থিতি সামলাতে এখন সেখানে সশস্ত্র বাহিনী মোতায়েনের প্রক্রিয়া চলছে। ওমিক্রনের কারণে এরইমধ্যে অনেক স্বাস্থ্য কর্মী অসুস্থ হয়ে পড়েছে। ফলে হাসপাতালগুলোতে সংকট নিঃসরণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
মোট ২০০ সামরিক কর্মকর্তাকে হাসপাতালে নিয়োজিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৪০ জন চিকিৎসক। তারা রোগীদের সামলাতে এনএইচএস কর্মীদের সহযোগিতা করবেন। বাকি ১৬০ কর্মকর্তার কোনো মেডিকেল প্রশিক্ষণ নেই।
তবে তারা রোগীদের দেখবেন এবং স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক কাজগুলো সম্পাদন করবেন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ও। এতে জানানো হয়েছে, এরইমধ্যে অনেক সেনা কর্মকর্তা কাজ শুরু করে দিয়েছেন। এ মাসের শেষে সবাই যুক্ত হবেন।
সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির হেলথ ইউনিয়নের নেতারা। তারা বলছেন, এই পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে সরকার প্রমাণ করেছে যে, জনগণের চিকিৎসা ব্যহত হওয়ার ঝুঁকি উপেক্ষা করতে পারেনি সরকার।





