#দেশের খবর

চট্টগ্রামে বিএনপির নেতার বিরুদ্ধে দুদকের মামলা।

৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুনসি আবদুল মজিদের আদালত বিচার শুরুর আদেশ দিয়েছেন। মামলায় অন্য আসামিরা হলেন আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা ও আসলামের ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ জুলাই আসলাম চৌধুরী, তার স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা ও ছোট ভাই প্রতিষ্ঠানের এমডি আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১। তত্কালীন দুদকের উপপরিচালক মানিক লাল বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।

এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে তিনটি ঋণের বিপরীতে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, আসলাম চৌধুরী ও তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আদালতে গতকাল আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। আগামী ২ মার্চ আদালত সাক্ষীর জন্য দিন ধার্য রেখেছেন। তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা জামিনে থাকলেও কাল আদালতে উপস্থিত ছিলেন না। আর আসলামের দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী শুরু থেকে পলাতক। আসলাম চৌধুরী ও তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

তথ্যসূত্র : বণিক বার্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *