সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ।
বছরের প্রথম দিনে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
করোনা মহামারীর কারণে এবারো কোনো ধরনে উৎসব ছাড়াই বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। শিক্ষকরাও তৃপ্ত বছরের প্রথম দিনে সবার মাঝে বই বিতরণ করতে পেরে। অভিভাবকরা ভূয়সী প্রশংসা করলেন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের।





