৮ জানুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।
নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৮ জানুয়ারি থেকে ২০২২। প্রথম পর্যায়ে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
আবেদন করতে হবে সরকার নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd ঠিকানায়।
এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনলাইনে সিলেকশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়মাবলি প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়, অনলাইনে ভর্তির জন্য আবেদন ফি ১৫০ টাকা। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী। মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে।
প্রথম পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশ করা হবে ২৯ জানুয়ারি রাত ৮টায়। সিলেকশন নিশ্চিত করতে শিক্ষার্থী সময় পাবেন ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেকশন নিশ্চিত না করলে প্রথম পর্যায়ের সিলেকশন বাতিল হবে এবং নতুন করে আবেদন করতে হবে।
দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ ৭ থেকে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি রাত ৮টায়। সিলেকশন নিশ্চিত করতে হবে ১১ থেকে ১২ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে। এখানেও সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে ও নতুন করে আবেদন করতে হবে।
তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৫ ফেব্রুয়ারি রাত ৮টায়। সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে।
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে ২ মার্চ।





