ওমিক্রন ঠেকাতে কঠোর হচ্ছে দিল্লি সরকার।
নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে আংশিক লকডাউন ঘোষণা করেছে দিল্লি সরকার। পাশাপাশি দিল্লির হাসপাতালগুলোর ধারণক্ষমতার ওপর ভিত্তি করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লকডাউনকে হলুদ সতর্কতা হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বিধিনিষেধ কার্যকরে শিগগিরই আদেশ প্রকাশ করা হবে। সংক্রমণ মোকাবেলায় দিল্লি সরকার আগের তুলনায় ১০ গুণ বেশি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। এছাড়া দিল্লিবাসীকে মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান তিনি।
গত মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞা শুরুর পর বুধবার শহরের মেট্রো স্টেশনগুলোর বাইরে দীর্ঘ সারি দেখা গেছে। রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মূলত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর আগমনই কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোগীদের স্বার্থে যথাযথ দায়িত্ব পালনে চিকিৎসকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে।





