#যুক্তরাজ্য

ব্রিটেন জুড়ে পুলিশের অভিযান। ৫৪ মিলিয়ন নগদ পাউন্ড, ২ টন মাদক সহ আরো অনেক কিছু

গ্রেট ব্রিটেন পুলিশের ইতিহাসে সবচেয়ে বড়ো এবং সফলতম অভিযান পরিচালিত হয়েছে। দেশজুড়ে পরিচালিত এই অভিযানের প্রস্তুতি ও ছিলো ব্যাপক। দীর্ঘ ২ মাসের কঠোর গোয়েন্দা কার্যক্রমের পর ব্রিটেন জুড়ে এই অপারেশন পরিচালিত হয়।

এই অপারেশনে ৭৪৬ জনকে আটক করা হয়েছে।উদ্ধার হয়েছে ৫৪ মিলিয়ন নগদ পাউন্ড, ২ টন মাদক, ৫ লক্ষ এসটাছি ট্যাবলেট, ৭৭ টি অস্ত্র যার ভিতর সাব মেশিন গান ও AK47 ছিলো।

এছাড়া ও আটক করা হয়েছে ৫৫ টি লাক্সারিয়াস দামি গাড়ি এবং ৭৩ টি হাত ঘড়ি। একই সাথে একটি খুনের পরিকল্পনা কে নস্যাৎ করে দেওয়া হয়েছে ।

এই অভিযানে পুলিশের সার্বিক সহযোগিতায় ছিলো, ন্যাশনাল ক্রাইম এজেন্সি ও ইউরোপিয়ান এজেন্সি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *