জেট-২ ইঞ্জিনে আগুন
গতকাল ম্যানচেস্টার এয়ারপোর্টের আশেপাশে জেট-২ এর একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজকে ক্রমাগত বৃত্তাকারে আকাশে উড়তে দেখা যায়। কিছুক্ষন পর বিকট শব্দ করে একটি ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসতে দেখছেন বলে জানান আশে পাশের অধিবাসীরা। প্রায় ৩০ মিনিটের মতো উড়োজাহাজটি চক্কর কেটে অবশেষে ম্যানচেস্টার এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করে।
এ ব্যাপারে জেট -২ সাথে যোগাযোগ করে হলে তারা জানান , এটি একটি পরিকল্পিত পরীক্ষা ছিলো। এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটিকে পরীক্ষামূলক উড্ডয়নে নিয়ে যান।





