#খেলাধুলা

নিউজিল্যান্ডে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উৎযাপন করলো টাইগাররা।

বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয় বীর বাঙালি। বিজয়ের এই দিনটি বিদেশে থেকেও উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল পার্কে গিয়েছিল বাংলাদেশ। অনুশীলন করার কথা ছিল দলের। কিন্তু বৃষ্টির কারণে ব্যাট-বল নিয়ে মাঠে নামা হয়নি। তবে জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদযাপন করেন ক্রিকেটাররা। এ সময় উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনসহ টিম ম্যানেজম্যান্টের আরো কয়েকজন। মুশফিক-তাইজুল-লিটনরা জাতীয় পতাকা সামনে নিয়ে একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়েছেন।

সামাজিক মাধ্যমেও বিজয় দিবস নিয়ে লিখেছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমার মাতৃভূমি আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারণ প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘বিজয়ের ৫০ বছর বিডি (বাংলাদেশ)। এ দেশ আমার গর্ব- এ বিজয় আমার প্রেরণা। বিনম্র শ্রদ্ধা জাতির অকুতোভয় শ্রেষ্ঠ সন্তানদের।’

জাতীয় দলের সঙ্গে থাকা লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালও ফেসবুকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। দেশে থাকা সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘আসুন, গর্বের সাথে মাথা উঁচু রেখে উদযাপন করি বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *