কেনিয়ায় বিয়ের গাড়ি নদীতে পড়ে নিহত ২৩ ।
কেনিয়ার কিতুই শহরে যাত্রী বোঝাই একটি বাস ব্রীজ ভেঙে নদীতে পড়ে যায়। বাসটি পড়া মাত্রই খরস্রোতা নদীতে তলিয়ে যায়। কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু বলেন, শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ২৩ জনের বেশি লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে আরো লাশ থাকতে পারে। এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি শিশুও আছে। এনগিলু টুইটারে আরো বলেন, কেনিয়া রেডক্রস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভব সবরকম ভাবে তল্লাশি চালাচ্ছেন এবং বাসটির যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় মধ্যাঞ্চলীয় এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পরিস্থিতিতেই দ্রুতগতিতে সেতু পার হওয়ার চেষ্টা করেন বাসচালক। তবে নদীর স্রোত অনেক বেশি থাকার কারণে একপর্যায়ে বাসটি নদীতে পড়ে যায়।





