#সিলেট বিভাগ

নবীগঞ্জে যাত্রাবাহী বাস খাদে পড়ে নিহত ১ জন।

সিলেট প্রতিনিধিঃ
ঢাকা সিলেটে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর নামক স্হানে যাএীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১ যাত্রী নিহত ও আহত হন আরো কয়েকজন। শুক্রবার (৩ ডিসেম্বর) গভীর রাতে এ দূর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশ পুর গ্রামের ২ নং ব্রীজের পাশে ঢাকাগামী একটি বাস( ঢাকা মেট্রো – ব-১৫-৮২০৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত নামা ১ ব্যক্তি নিহত হন। স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে।দূর্ঘটনা কবলিত বাস শেরপুর হাইওয়ে থানা পুলিশ জব্দ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *