#যুক্তরাজ্য

ইউরোপের সর্ব বৃহৎ মুসলিম কবরস্থান হবে ব্ল্যাকবার্নে।

যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নে ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই জাবের ও মহসিন ঈসা। উত্তর ইংল্যান্ডের শহর ব্ল্যাকবার্নে ৪০টি ফুটবল খেলার মাঠের সমান ৮২ একর জায়গাজুড়ে ব্যক্তিগত উদ্যোগে তৈরি হচ্ছে ওই মুসলিম কবরস্থান।

ব্ল্যাকবার্ন শহরে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থানটি তৈরি করবে ঈসা ফাউন্ডেশন।

বর্তমানে লন্ডনে গার্ডেন অব পিস নামে যে মুসলিম কবরস্থানটি আছে, সেটিই ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থান।

এ কবরস্থানে ২৫ হাজার কবর আছে। আর ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে যে কবরস্থান তৈরির পরিকল্পনা করছেন ব্রিটিশ ধনকুবের সহোদর, সেখানে কবর হবে ৩৫ হাজারেরও বেশি।

যুক্তরাজ্যের বৃহৎ সুপারমার্কেট প্রতিষ্ঠান আসদার কাছ থেকে ওই জমি কিনেছে ঈসা ফাউন্ডেশন। স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু হবে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ওই মুসলিম কবরস্থানের।

করোনায় মারা যাওয়া মুসলিমদের দাফনের স্থান সংকটের পরিপ্রেক্ষিতে এই দুই সহোদর কবরস্থান নির্মাণের উদ্যোগ নেন। এ কবরস্থান নির্মান হলে আগামী ১০০ বছরেও ওই এলাকায় মুসলিমদের দাফনে আর কোনো সমস্যা হবে না।

২০১৬ সালে মুসলিমদের কল্যাণে অলাভজনক ঈসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ওই দুই মুসলিম ধনকুবের সহোদর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *