#আন্তর্জাতিক

মিয়ানমার জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘাত তুঙ্গে।

গত সপ্তাহের শেষ তিন দিনে সাগাইং এবং ম্যাগওয়ে অঞ্চলে পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে সংঘর্ষে অন্তত ৮০ জন জান্তা সৈন্য এবং ১৪ জন প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন।

ম্যাগওয়ে অঞ্চলের স’টাউনশিপে চিন রাজ্যের যোদ্ধাসহ শাসক বাহিনী এবং বেশ কয়েকটি বেসামরিক প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে একটি ভয়াবহ সংঘর্ষ হয়। এ সময় সরকার আন্দোলনকারীদের ওপর বোমা হামলার জন্য হেলিকপ্টার ব্যবহার করে। স’পিডিএফ বলছে, শুক্রবার বোমা হামলায় কমপক্ষে ২০ জন্য সৈন্য হতাহত হয়েছে এবং কিছু বেসামরিক যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধায় ম্যাগওয়ে অঞ্চলের গ্যানগাও টাউনশিপের কান্নর গ্রামে মোটরসাইকেলে নিয়ে আসা একজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *