#সিলেট বিভাগ

হবিগঞ্জে সেলিমের করজোরে ভোট প্রার্থনা !

” একটি বারের মতো সুযোগ দিন জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ-শোধ করব, ইনশাআল্লাহ  ”                                —   আতাউর রহমান সেলিম

হবিগঞ্জে আসন্ন পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম এর নৌকা মার্কা সমর্থনে ২৩ শে ফেব্রুয়ারি এক নির্বাচনী প্রচারে হবিগঞ্জ সফর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

প্রচার কালে নানক হবিগঞ্জের পৌরসভার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ও ভবিষ্যতে হবিগঞ্জ কে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে আতাউর রহমান সেলিমকে ভোট দিতে জনগণ কে অনুরোধ করেন।

এদিকে আতাউর রহমান সেলিম বক্তৃতায় করজোড়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, উনার সকল ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, সকল ভেদাভেদ ভুলে উনাকে একটি বারের জন্যে নির্বাচিত করার বিনীত অনুরুধ করেন।

নির্বাচনী প্রচারে জনাব নানক হবিগঞ্জের ৫ টি পৃথক পৃথক স্থানে জনসভায় অংশগ্রহণ করেন। স্থান গুলো ছিলো যথাক্রমে, উমেদনগর, চৌধুরী বাজার, নোয়াবাদ, শায়েস্তানগর ও বাস স্ট্যান্ড এলাকা। প্রতিটি সভা পরিচালনার জন্য বিভিন্ন নেতৃবৃন্দ কে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, শহীদ উদ্দিন চৌধুরী, এডভোকেট আলমগীর চৌধুরী,  সদর উপজেলা চেয়ারম্যান মুতাসসিরুল ইসলাম, জাকীর হোসেন চৌধুরী অসীম, নুরুদ্দীন চৌধুরী বুলবুল, ফরহাদ হোসেন কলি, এডভোকেট আবুল ফজল, এডভোকেট সুলতান মাহমুদ, সজীব আলী, শঙ্খ শুভ্র রায় , চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।

এদিকে জাহাঙ্গীর কবির নানক হবিগঞ্জ এসে পৌঁছলে এম পি এডভোকেট আবু জাহির ও স্থানীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *