#সিলেট বিভাগ

স্ত্রীর সামনে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু।

আহারে জীবন ! চোখের সামনে ট্রাক চাপায় স্বামীর মৃত্যু দেখতে হলো স্ত্রীকে! হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে টুকেরবাজার তেমুখি রাস্তায়। ট্রাকের নিচে চাপা পড়ে আর কত প্রাণ ঝরবে? প্রত্যক্ষদর্শীরা জানান, ওষুধ কোম্পানির কর্মকর্তা স্বামী ও স্ত্রী মোটরসাইকেলে যাচ্ছিলেন।

সকাল ৯টার দিকে শহরতলির টুকেরবাজার তেমুখী এলাকায় দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বপন শর্মা মারা যান। ট্রাকের নিচে চাপা পড়ে নিহত স্বপনের কোমরের নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দৃশ্য যারাই দেখেছেন তারা সকলেই ঘটনার আকস্মিকতায় মুষড়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছেন।
ছবি:
১/ ঘাতক ট্রাক ঘিরে রেখেছেন জনতা।
২/ স্বামীর মৃত্যুতে হতবিহ্বল ও বাকরুদ্ধ স্ত্রী।

ছবি ও তথ্যের জন্য কৃতজ্ঞতা : সুলতান সুমন, ভয়েস অব সিলেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *