#সিলেট বিভাগ

৬ নং ওয়ার্ডে চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

সিলেট সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের চৌকিদেখীতে অবস্থিত সেচ্ছাসেবী সংগঠন চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি সিলেটের উদ্যোগে করোনাকালীন সময়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দুস্থ-অসহায় মানুষদেরকে স্বাস্থ্যসেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ ধারাবাহিক কার্যক্রমের চতুর্থ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে গত ৮ আগষ্ট শনিবার বিকেল চারটায় এই মানবিক স্বাস্থ্যসেবা কর্মসূচী অনুষ্টিত হয়। চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি (সিএফসি) সিলেটের সদস্য প্রদীপ ধর রন্টুর সভাপতিত্বে এবং রহুল আমিন লাভলুর পরিচালনায় উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি সিলেটের সদস্য রঞ্জিত নাথ, রফিকুল ইসলাম, মুহিবুল লাহী, মইনুল ইসলাম পাপ্পু, তন্ময় নাগ তনু, এনাম আহমদ, এ.এইচ রিপন, সদরুল ইসলাম লোকমান, সাকিব আহমদ প্রমুখ। চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি সিলেটের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে সার্বিক সহযোগিতায় ছিলো মেডিকেল টিম হেলথ সার্ভিস ফোরাম। বক্ষব্যাধী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ইনচার্জ ডা. ফাতেমা ইয়াসমিনের নেতৃত্বে হেলথ সার্ভিস ফোরামের ডা. তাহমিনা সিদ্দিকা, ডা. ইনজামামুল আলম প্রায় অর্ধ শতাধিক সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। গত ১১ জুলাই ২০২০ ইংরেজি শুরু হওয়া চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির এই স্বাস্থ্যসেবা কর্মসূচীর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা। প্রতি শনিবার ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত শতাধিক গরীব অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করবে চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি সিএফসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *