৫১ বছর পর হাটখোলা ইউনিয়ন পরিষদের জমি দখলমুক্ত।
সিলেট প্রতিনিধি:
অর্ধশতক বছর ধরে দখলে থাকা সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদের অপদখলকৃত ৩৭ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিনভর অবৈধভাবে গড়ে উঠা এসব অস্থায়ী টং ঘর সরিয়ে দেওয়া হয়। এর আগে বিভিন্ন সময় নোটিশ প্রদান করেও জমি উদ্ধার করা যায়নি। ইউনিয়নের নতুন পরিষদ দায়িত্ব গ্রহণের পর তারা জমি উদ্ধারে সক্ষম হয়েছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কেএম রফিকুজ্জামান জানান, ৫১ বছর ধরে অবৈধ দখলের কারণে এ জমি পরিষদ থেকে বেহাত ছিলো। ২০১৯ সালের ২৩শে জানুয়ারি থেকে দখলমুক্ত করার প্রক্রিয়া চললেও বাস্তবায়ন করা হয়নি। এ বিষয়ে গত সেপ্টেম্বর মাসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর গত ৩০ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ জানুয়ারি দু’দফা নতুন পরিষদের সভায় অবৈধ স্থাপনা অপসারণের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তা সরিয়ে দেওয়া হয়। কোন প্রতিবন্ধকতা ছাড়া অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ায় পরিষদের চেয়ারম্যান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, বিগত দিনে যে সকল চেয়ারম্যান অপসারণ প্রক্রিয়া চালিয়েছিলেন, তারাসহ এলাকার আরো যেসব ব্যক্তি অপসারণকাজে সহযোগিতায় করায় তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সূত্র জানায়, ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নিমার্ণজনিত কারণে পরিষদের সামনের অস্থায়ী টং ঘর অপসারণে বেশ কয়েকবার নোটিশ প্রদান করা হয়। কিন্তু, সে বিষয়ে দখলদাররা কর্ণপাত না করায় অবশেষে অ্যাকশনে যায় নতুন পরিষদ। ছোট-বড় প্রায় ৫০টির বেশি টং দোকান সরিয়ে দেওয়া হয় বলেও জানান পরিষদের চেয়ারম্যান রফিকুজ্জামান।





