১৭ বছর পর গ্রেনেড স্প্রিন্টার অপসারণ !
বিগত ১৭ বছর ধরে পায়ে স্প্রিন্টার বয়ে নিয়ে চলছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেইন। গতকাল কে এক অস্ত্রপাচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। জনাব জাকির হোসেইন ফেসবুকের স্ট্যাটাস সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৭ আগষ্ট তৎকালীন বিএনপি – জামাত জোট সরকারের সময় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে গুলশান সেন্টার থেকে বের হয়ে আসার সাথে সাথে সিলেট আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপর ব্যাপক গ্রেনেড হামলা হয় । সেখানে গ্রেনেড বিস্ফোরনে তিনি স্প্রিন্টার বিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।
এখানে উল্লেখ্য, সেই হামলাায় প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান সহ স্হানীয় অনেক নেতা কর্মী আহত ও ১জন নিহত হন।
জনাব জাকির হোসেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই স্প্রিন্টার অপসারণে স্বস্তি প্রকাশ করেন ও দ্রুত সুস্থ্যতায় সকলের দোয়া কামনা করেন।





