হেফাজত নেতা শাহীনুর পাশা গ্রেফতার।
সিলেট প্রতিনিধি: সাবেক এমপি ও হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার রাত ১২টার পর নগরীর সুবিদবাজার বনকলাপাড়া আব্বাসিয়া মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। এয়ারপোর্ট থানার ওসি খান মো: মঈনুল জাকির তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঢাকা থেকে সিআইডি’র বিশেষ টিম তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।





