#সিলেট বিভাগ

হাকালুকি হাওর থেকে ১৬৫ মিটার নিষিদ্ধ জাল উদ্ধার।

সিলেট প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলার হাকালুকি হাওর থেকে ১৬৫ মিটার নিষিদ্ধ বেড় ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার হাকালুকি হাওরের বিভিন্ন বিল এলাকায় প্রায় আট ঘণ্টা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জাল জব্দ করা হয়। পরে এগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। ধ্বংস করা জালের মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

বড়লেখা উপজেলা প্রশাসনের এ অভিযানে মৎস্য বিভাগ ও থানাপুলিশ সহযোগিতা করে। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

জানা যায়, হাকালুকি হাওরের বিভিন্ন বিলে নিষিদ্ধ ঘোষিত বেড় বা কোণা জাল ও কারেন্ট জাল দিয়ে নিয়মিত মাছ ধরা হচ্ছিল। এসব জালে ক্ষুদ্র পোনা মাছ, মাছের ডিমসহ অন্য জলজপ্রাণী মারা পড়ে। এমনকি তাদের বাস্তুসংস্থান ধ্বংস হয়ে যায়।
এদিকে, অবৈধভাবে পোনা মাছ ধরা এবং মাছ ও জলজপ্রাণীর বাস্তুসংস্থান ধ্বংস করার খবরে গতকাল সোমবার সকাল আটটা থেকে হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের জল্লা, ফাড় জল্লা, বালিঝুরি গ্রুপ বদ্ধ জলমহালের একাংশে অভিযান চালানো হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০৫ মিটার অবৈধ বেড় জাল জব্দ করা হয়।
অন্যদিকে, হাওরের পিংলা বিল, মাইছলা বিল, পলোভাংগা বিলসহ বিভিন্ন বিলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। এসব বিল এলাকা থেকে আরও ৬০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এখানেও কোনো জেলেকে পাওয়া যায়নি। জব্দ করা জালের মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। পরে জব্দ করা জালসমূহ উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘কয়েকটি বিষয়কে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে হাওরে মাছের প্রজনন ও বাস্তুসংস্থান নষ্ট করে এমন অবৈধ জালের ব্যবহার এবং সরকারি জলমহাল (ইজারা দেওয়া হয়নি) থেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ করা। তিনি বলেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এরকম অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *