হবিগঞ্জ-১ আসনের এমপি করোনা আক্রান্ত!
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ -১ আসনের এমপি ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহ নওয়াজ মিলাদ গাজী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত শনিবার (৩ এপ্রিল) পাওয়া করোনা টেস্ট রিপোর্টে তাঁর করোনা পজিটিভ নিশ্চিত হয়েছে। এ তথ্য জানিয়েছেন এমপি মো. শাহ নওয়াজ মিলাদ গাজীর ব্যক্তিগত সহকারী মাহিবুর রহমান।
তিনি জানান, এখন জাতীয় সংসদে যোগ দিতে হলে কোভিড-১৯ রিপোর্ট জমা দিতে হয়। এজন্য তিনি করোনা টেস্ট করার জন্য শুক্রবার স্যাম্পল জমা দেন। শনিবার সাংসদ এমপি মো. শাহ নওয়াজ মিলাদ গাজী’র করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
ব্যক্তিগত সহকারী মাহিবুর রহমান বলেন, তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। সাংসদ এমপি মো. শাহ নওয়াজ মিলাদ গাজীর আরোগ্য লাভের জন্য নবীগঞ্জ-বাহুবলবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।





