হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেসক্রিপশন নিয়ে দালালদের তুলকালাম কাণ্ড❗
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। একাধিক বার অভিযান চালিয়েও দমন করা যাচ্ছে না। পুরানদের পাশাপাশি নতুন দালালের আবির্ভাব ঘটেছে। এ নিয়ে দালালদের মাঝে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টায় সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে এক রোগীর চিকিৎসাপত্র নিয়ে শাকিল, মাসুম আহমেদ ও চয়ন দাস নামক দালালদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে শাকিল নামের একজন আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। ভূক্তভোগী রোগীরা অভিযোগ করেন সম্প্রতি সদর হাসপাতালে দালাল নিমূল কমিটির তালিকা তৈরি করে পুলিশে দিলে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন দালালকে আটক করে জেল জরিমানা করে। কিন্তু তারা বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। আর গ্রাম থেকে আসা রোগীদেরকে প্রতারণার ফাঁদে পেলে ওষুধের দিগুন মূল্য আদায় করে।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, জরুরী বিভাগের সিটিজেন চার্টে থানার মোবাইল দেয়া আছে। ফোন পেলে সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিবে।





