#সিলেট বিভাগ

হবিগঞ্জ শহর এলাকার হাসপাতালকে মোবাইল কোর্টের জরিমানা !

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে মানা হয়না সরকারি নীতিমালা। পাশাপাশি তাদের বিরুদ্ধে রয়েছে ভুক্তভোগী গ্রাহকদের নানান অভিযোগ। তাদের সেবার মান ও পরিবেশের নিরাপত্তা নিয়ে ও ক্ষোভ রয়েছে জনমনে। মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসনের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মোহাম্মদ রেজা পরিচালিত মোবাইল কোর্ট শহরের বিভিন্ন হাসপাতালে দিনব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শহরের শায়েস্তানগর রোডের এভারগ্রীন ডায়াগনষ্টিককে লাইসেন্স না থাকার দায়ে ৫ হাজার টাকা এবং কোর্ট স্টেশন রোডর হবিগঞ্জ হসপিটালকে লাইসেন্সের মেয়াদ না থাকা, পরীক্ষা ছাড়া ভুয়া টেস্ট প্রদান ও দায়িত্বশীল মেডিক্যাল প্রাক্টিশনার অনুপস্থিত থাকার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন, মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক। মোবাইল কোর্ট ভুয়া টেস্ট তৈরীর পরীক্ষাগার বন্ধ করে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *