হবিগঞ্জে বেড়েছে সর্দি-জ্বরের প্রকোপ !
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাসহ পুরো জেলায় সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন শতশত মানুষ। বর্ষা শেষে আবহাওয়া পরিবর্তনের প্রাক্কালে দিনের বেলায় গরম আর রাতে অনুভূত হচ্ছে হাল্কা ঠাণ্ডা। তাপমাত্রার এই বহুরূপী আচরনের সাথে মানব শরীরের ভারসম্য রক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই এ সুযোগে আক্রমন করছে ভাইরাসজনিত জ্বরসহ সর্দি কাশী ইত্যাদি। শ্বাসনালীর প্রদাহসহ এ ভাইরাস জ্বর দেখা যাচ্ছে ঘরে ঘরে। এর ফলে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এবারের গরম বেশি সময় ধরে থাকলেও তার একটা ধারাবাহিকতা ছিল। তাই শরীরও ছিল নিয়ন্ত্রণে। গরমের বিদায় নিতে শুরু করে শীতের সংমিশ্রণ দেখা দিয়েছে এ বিড়ম্বনা। আক্রান্তদের একজন বলেন, গত ৩ দিন ধরে জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছেন। এদিকে মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, আচমকা বাইরের তাপমাত্রার হ্রাস বৃদ্ধির মাত্রা মানব দেহ মানিয়ে নিতে পারছে না।
এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এই সময়টিতে জ্বর হবে এটাই স্বাভাবিক। জ্বর হলে ভয়ের কিছু নেই হাসপাতালের আউটডোরে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রধান করা হচ্ছে। তিনি আরো বলেন, দেশে একদিকে করোনাভাইরাস সংক্রামণে অনেকই আক্রান্ত হচ্ছেন। আবার সিজনাল জ্বর-সর্দিতে অনেকেই আক্রান্ত হচ্ছেন। তবে যে কোন রোগকে হালকা মনে না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। জ্বর-সর্দিতে আক্রান্ত হলে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। প্রাথমিক চিকিৎসায় যদি জ্বর-সর্দি না কমে তাহলে করোনাভাইরাসের জন্য পরীক্ষা করানো উচিৎ।
হবিগঞ্জের সিভিল সার্জন বলেন, দেশের আবহাওয়া পরিবর্তনের কারণে ইদানীং সর্দি- জ্বর বাড়ছে। তবে করোনাভাইরাসের ভয় কাজ করছে অনেকের মাঝে। করোনাভাইরাস সংক্রমণ হয়েছে মনে করে অনেকেই করোনা টেস্ট করাচ্ছেন। তবে পরীক্ষার পর দেখা যায় করোনা নেগেটিভ।





