#সিলেট বিভাগ

হবিগঞ্জে পৌর নির্বাচনে আওয়ামী প্রার্থীদের দৌড়ঝাঁপ। সুদৃঢ় অবস্থানে নুরুদ্দিন বুলবুল।

চলে এসেছে হবিগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনের আমেজে উৎসবে রূপ নিয়েছে হবিগঞ্জ শহর। এখনো প্রার্থিতা চূড়ান্ত না হলে ও, সরকার দলীয় নেতাদের গণসংযোগ, ব্যানার, পোস্টার , ফেস্টুনে চেয়ে গেছে হবিগঞ্জ শহর। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম প্রার্থী হতে ইচ্ছুক আওয়ামীলীগের নেতারা।

আওয়ামীলীগের প্রার্থী হিসেবে যাদের নাম আছে, তারা হলেন বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নীলাদ্রি শেখর,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুদ্দিন বুলবুল। বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার পর ও উপনির্বাচনে নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হন বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে আরও ছিলেন, এডভোকেট নীলাদ্রি শেখর,সৈয়দ কামরুল হাসান ও মর্তুজ আলী। আতাউর রহমান সেলিম একবার দলের পক্ষ থেকে মনোনয়ন পেলেও জয়ী হতে পারেন নাই।

এদিকে নতুন প্রার্থীদের মধ্যে সুবিধা জনক অবস্থানে আছেন নুরুদ্দিন বুলবুল। নুরুদ্দিন বুলবুলের ক্লিন ইমেজ ইতিমধ্যে দলের হাইকমান্ডের নজরে এসেছে বলে জানা গেছে। এদিকে কোরোনার প্রথম ধাপের সময় নুরুদ্দিন বুলবুলের গরিব ও দুঃস্থদের জন্যে করা নিরলস পরিশ্রম ও সাহায্য সহযোগিতা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছিলো।

বিশ্বস্থ সূত্রে আরও জানা যায়, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী প্রার্থী ও দলীয় নীতি বিরোধী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।যার ফলশ্রুতিতে অধিকাংশ ক্ষেত্রে দলীয় আদেশ ও শৃঙ্খলা ভঙ্গকারীদের মনোনয়ন দেয়া থেকে দল বিরত থাকছে। তারপর ও শেষ জয় কার হয় তা দেখার অপেক্ষায় হবিগঞ্জবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *